অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


দৌলতখানে তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:০১

remove_red_eye

৬৮৬



দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় দৌলতখান পৌরশহরে পৃথক ভাবে অভিযান চালিয়ে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ জরিমানা করে। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে রান্নাও খাবার রাখার দায়ে নুর হোটেল ও বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার এবং মূল্যে তালিকা প্রদর্শন না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় স্বপন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ভোক্তা অধিকারের অভিযানের কথা শুনে পৌর শহরের অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়ে। ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার রাখা এবং মূল্যে তালিকা প্রদর্শন না করায় তিন হোটেল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান আমাদের অব্যাহত থাকবে। পড়ে উপস্থিতি জন-সাধারণের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লিপলেট বিতরণ করা হয়। এসময় দৌলতখান থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।