অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


তজুমদ্দিনে দুদকের সততা ষ্টোর উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:৪২

remove_red_eye

৬০৮




তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে দর্নীতি দমন কমিশন দুদকের উদ্দোগে শিক্ষার্থীদের মাঝে সততার চর্চা চালু করতে এবছর আরো চারটি সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর ২টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম সততা স্টোরের উদ্বোধন করেন। চাঁপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মাদ্রাসায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মেহেদী হাসান মিশু, প্রেসক্লাব সভাপতি ও দুর্ণীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি রফিকুল ইসলাম সাদী। আরো বক্তব্য রাখেন  ম্যানেজিং কমিটির সভাপতি সানু মিয়া, পিটিএ সভাপতি আঃ খালেক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক মাওঃ হেলালউদ্দিন। একই দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম চাঁপড়ী আলিম মাদ্রাসায় জাতির জনক শেখ মজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু কর্ণার ও শেখ ফজিলাতুন্নেসা মজিবের নামে   বঙ্গমাতা কর্ণার উদ্বোধন করেন।