অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


মনপুরায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:২৩

remove_red_eye

৬১২




মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ডে কন্টিজেন্ট কমান্ডার মানিক সরকার ও দাউদকান্দি মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আমিনুল ইসলাম নিয়াজির নের্তৃত্বে যৌথ অভিযানে জাল ও জাটকা জব্দ করা হয়।

পরে জব্দকৃত ৫০ হাজার মিটার জাল উপজেলার হাজীর হাট লঞ্চ ঘাটে আগুন দিয়ে পোড়ানো হয়। এবং ১ মণ জাটকা ইলিশ অসহায়দের মাঝে বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিস সহকারী মোঃ রফিকুল ইসলাম, মনপুরা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ নাছির মহাজন, কন্টিজেন্ট কমান্ডার মানিক সরকার ও দাউদকান্দি মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আমিনুল ইসলাম নিয়াজি সহ গণমাধ্যমকর্মীরা ।

মনপুরা কোস্টগার্ডের কমান্ডার মানিক সরকার জানান, পশ্চিম পাশের মেঘনায় যেীথ অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সহ জাটকা জব্দ করা হয়। করেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও জাটকা ইলিশ অসহায়দের মধ্যে বিতরন করা হয়েছে।